Monday, August 31, 2020

 

চিত্রকলা
..............

কোচবিহারের চিত্রকর পাড়ায় থাকেন চিত্র শিল্পী রিন্টু কার্য্যী। নতুন ভাবনার রং তুলিতে সাজিয়ে তোলেন নিজের শিল্প কর্মকে। তাঁর ছবির নান্দনিকতা ছঁয়ে যায় আমাদের। কবিতা করিডোরের পক্ষ থেকে শিল্পীকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।
..........................................….…....................................
শিল্পীর চোখে
রিন্টু কার্য্যী








সাধারণ ছবি হল চোখ দিয়ে দেখা, শিল্পের ছবি হল মন দিয়ে দেখা। ছবি মানুষের মনের ভাব অন্যের কাছে প্রকাশের উৎকৃষ্ট মাধ্যম।

মন দিয়ে দেখা ছবি - একটি ছবি তখনই শিল্পস্তরে স্থান পায় যখন সেই মনের বা ঘটনার অন্তর্নিহিত অর্থ তার চিন্তাভাবনা ছবির ভাষায় প্রকাশ পায়। ছবির আলাদা করে কোন গল্প হয়না। বাস্তব জীবনে সমসাময়িক ঘটনাগুলো মনে দাগ কাটে সেটাই আমার ছবিতে প্রকাশ পায়।

মনের অজান্তেই  ছবি আঁকা শুরু ও ভালোলাগা। কষ্ট পাওয়ার অভিজ্ঞতাগুলোকে রূপ দিতে থাকি নিজের শিল্পকর্মে। পরিস্থির চাপে উপযুক্ত শিল্প শিক্ষা ও গুণী শিল্পীদের সান্নিধ্য না পাওয়ায় নিজের চেষ্টায় শিল্প ও শিল্পীদের শিল্পকর্মের রস আস্বাদন ও নিজের প্রতিনিয়ত শিল্প অভ্যাসের মধ্যে দিয়ে নতুন নতুন শিল্প সৃষ্টির আনন্দ উপভোগ করে থাকি। বিগত শিল্প জীবনের অভিজ্ঞতাকে সম্বল করে আমার শিল্পকর্মগুলি উজ্জ্বল রং ও রেখাভিত্তিক হয়ে থাকে।


No comments:

Post a Comment