Monday, April 30, 2018

নীলাব্জ চক্রবর্তীর কবিতা 

সাদাকালো কয়েকটা বেলুন 



সেতু জুড়ে কয়েকটা সাদাকালো বেলুন
ভাঙা দশক
বাই বাই
সম্পর্ক ভেবে কুড়িয়ে আনা দুপুর
কেমন জড়িয়ে যাচ্ছে আঙুলে

***

সেভাবে ভাষার কাছে
ঘন হয়ে ওঠে সিনট্যাক্স
শব্দ
জুম
বড়জোর দৃশ্যগুলোর স্যোয়াপিং
এই যে জল-কে রঙ ভাবছি
চামড়া-কে রঙ ভাবছি
আর দেখছি
বিশ্বাস লিখে রাখা
প্রতিটা পংক্তিতে কেমন ফাঁপ ধরে আছে

***

ঋতু অবধি গড়িয়ে আসছে ব্যবহার
অথচ বোতামের আগেই
জেগে উঠল তার লালচে ঘর
সারাদিন ধরে
একটা টেবিল পেরিয়ে যাওয়া স্নায়ু

***

আমি তাকে ফেলে দিচ্ছি
পরিস্থিতি নামের একটা ঘন বারান্দা থেকে
সমকাল থেকে
লক্ষ করছি
অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে
একটা রঙ-করা দিন...

No comments:

Post a Comment