ফেরেস্তা
------------------------------ ------------------------------ --
দুপুর ১২.৩২
মুনিয়া ডানায় বিপন্ন অবুঝ ধোঁয়া
ছুটছে।ছুটছে।দূরত্ব কমছে
সময় চেটে নিচ্ছে দুপুরের জৌলুস
আদর স্ফুলিঙ্গে সাইকেল বেল
দুপুর ১২.৪৬
খসে যায় ট্রামলাইন। অন্ধ কুঠুরি ঘামছে
গিলছে জোলাপ
ক্ষুব্ধ নালী বেয়ে নামে ধূসর নিকোটিন
পোড়াঠোঁট।প্রথম দোয়েল চেনা
দুপুর ১২.৫০
গলা বেয়ে ওঠে পুরনো থুতু
সাদা সাদা তুলো।১ ফোট বিষরক্ত
চেটো ঘষলে বেড়ে যায় সুগন্ধি গ্যাঁজলা
দুপুর ১.০০
জরায়ু গলে গেলে নরম ঘাসে ফড়িং ফেরেস্তা
কোটরে মুখ ঢাকে সর্পিল স্নায়ু
ফাঁদ পাতা কল।দড়ি বায় জীবন
ফুটো ফুসফুস কামড়ে খায় অক্সিজেন পিন্ড
রাত ১০.০০
ঐতিহাসিক শূন্যতা। কাটা দুপুরের ০তায়
ঢুকে গেছে ধর সমেত মাথা
এবং আমি।শূন্যে জাগে বৃত্তাকার সূর্য
খসে পড়ে আলো ফাটার শব্দ
রাত ১০.১২
বিচ্ছিরি।শূন্যতা চাটছে গোটা রাত
প্যাঁচানো অন্ধকার।কিছু গলা মোম
আদুরে আঙুল চালিয়ে দিলেই খই ফোটা শব্দচক্র
খসে পড়ে মেঘ।যোনিবিদীর্ণ ১ ফালি চাঁদ।চাঁদখিলান
No comments:
Post a Comment