শিরোনামহীন পাঁচটি কবিতা
শিবু মণ্ডল
১।
ঘোড়াগাড়ি ছুটে যায় বালির দিকে
কোকিলের শিস্ আর ঘোড়ার সহিস ডাকে মেঘ
মেঘ ডাকে বৈশাখ বনে
নিষিদ্ধ জল থেকে উঠে আসে বাড়িঘর
ঘরবাড়ি আর ক্রমশ বাড়তে থাকা বর্জ্য
২।
মুখ থেকে উঠে এলে রক্ত
বোঝা যাবে কত দম
ফুসফুস জুড়ে কান্নার অভাব
অনুলোম-বিলোমে যুক্তির জাল বোনা
ডাক্তারি পরিভাষায় যার নাম হাঁপানি
শুদ্ধ বাতাস সংবেদনশীল
এড়িয়ে চলে সমস্ত প্রণালী
৩।
তোমাদের মাপজোখ থেকে অনেক দূরে
যেখানে সাদা ঘোড়া খেলা করে
সহিস তার জলের খোঁজে
পৃথিবীতে জল নেই
শুধু বিষ শুধু বিষ
ফুটফুটে ঝর্নাটি চলে গেছে
মন্দির পেরিয়ে মসজিদ পেরিয়ে
জলের খোঁজে
মানুষের মাপজোখ থেকে অনেক দূরে
৪।
শিশুটি খেলে বেড়ায়
শিশুটি খেয়ে বেড়ায়
শিশুটি বড় হবে
শিশুটি বড় সামাজিক হবে
তারা ক্রমে ক্রমে নারী হবে
তারা ক্রমে ক্রমে পুরুষ হবে
তারা একটা অসুখ পাবে
একটা ব্যধি তাদের খেলনা হয়ে উঠবে
৫।
ছাগলের পাল এলে ঘণ্টা বাজিয়ে আসে
টিভির পর্দাজুড়ে ঘাস
টেবিলে রাখা স্বচ্ছ কাঁচের গ্লাস
কত মতবাদ কত প্রতিবাদ
গঙ্গার জল বয়ে যাবে কাবেরীতে
এই অপেক্ষাতে দুধে চা’পাতা ঢেলে বসে থাকি
শিবু মণ্ডল
১।
ঘোড়াগাড়ি ছুটে যায় বালির দিকে
কোকিলের শিস্ আর ঘোড়ার সহিস ডাকে মেঘ
মেঘ ডাকে বৈশাখ বনে
নিষিদ্ধ জল থেকে উঠে আসে বাড়িঘর
ঘরবাড়ি আর ক্রমশ বাড়তে থাকা বর্জ্য
২।
মুখ থেকে উঠে এলে রক্ত
বোঝা যাবে কত দম
ফুসফুস জুড়ে কান্নার অভাব
অনুলোম-বিলোমে যুক্তির জাল বোনা
ডাক্তারি পরিভাষায় যার নাম হাঁপানি
শুদ্ধ বাতাস সংবেদনশীল
এড়িয়ে চলে সমস্ত প্রণালী
৩।
তোমাদের মাপজোখ থেকে অনেক দূরে
যেখানে সাদা ঘোড়া খেলা করে
সহিস তার জলের খোঁজে
পৃথিবীতে জল নেই
শুধু বিষ শুধু বিষ
ফুটফুটে ঝর্নাটি চলে গেছে
মন্দির পেরিয়ে মসজিদ পেরিয়ে
জলের খোঁজে
মানুষের মাপজোখ থেকে অনেক দূরে
৪।
শিশুটি খেলে বেড়ায়
শিশুটি খেয়ে বেড়ায়
শিশুটি বড় হবে
শিশুটি বড় সামাজিক হবে
তারা ক্রমে ক্রমে নারী হবে
তারা ক্রমে ক্রমে পুরুষ হবে
তারা একটা অসুখ পাবে
একটা ব্যধি তাদের খেলনা হয়ে উঠবে
৫।
ছাগলের পাল এলে ঘণ্টা বাজিয়ে আসে
টিভির পর্দাজুড়ে ঘাস
টেবিলে রাখা স্বচ্ছ কাঁচের গ্লাস
কত মতবাদ কত প্রতিবাদ
গঙ্গার জল বয়ে যাবে কাবেরীতে
এই অপেক্ষাতে দুধে চা’পাতা ঢেলে বসে থাকি
No comments:
Post a Comment