Monday, April 30, 2018


জ‍্যোতির্ময় মুখার্জির কবিতা
আকাশগঙ্গা


ধরা যাক, আমি প্রেমে পড়লাম
ধরলাম এই কারণে যে, প্রেমে পড়ার আর তো উপায় নাই

যাইহোক, তখন গাছ-ফুল-পাতা থেকে
ঝড়ে পড়ল টুপটাপ বসন্ত
হয়তো অকাল বর্ষায় চাঁদমামা এসে টিপ দিয়ে গেল

এই সুযোগে, আমরাও মেপে নিলাম
আমাদের খুঁটির অজুহাত অযাচিত প্রশ্রয়ে

না-না, এইগুলো মোটেই গল্প নয়
বা, গল্প হওয়ার সুযোগটুকু মুছে ফেলে
তুমি ঝাঁঝিয়ে উঠলে
‘উফফ্, একটু সংসারী হও দিকি!’

ফুসসসসসসসসসসসস্……

অতঃপর, আকাশের দিকে ঠিক সাড়ে চোদ্দ ইঞ্চি
ঘাড় হেলিয়ে ভাবতে বসলাম,
আচ্ছা, সংসার আর প্রেমের মধ্যে কি
আকাশগঙ্গা থাকে ??




No comments:

Post a Comment