অনুবাদ কবিতা
শুভঙ্কর সাহা
পার্থক্য
রবার্ট কেলি
কী ভাবে পার্থক্যটা তৈরি করতে পারি
ভ্রূকুটি করে জানতে চাইল যুবক ছেলেটি
যখন দুঃখ বেদনা আর যন্ত্রণা
ভরে দিচ্ছে দিন প্রতিটি।
অনিশ্চয়তায় ভরা একটা দেশ
হাঁটু মুড়ে চলা একটা দেশ পিছে
কী ভাবে পার্থক্যটা তৈরি করতে পারি
এটুকুই শুধু জানতে চাই তোমার কাছে ।
পার্থক্যটা তুমি কী ভাবে তৈরি করবে
কৌতূহলী বৃদ্ধ এবার চাইল জানতে
আমাদের মানুষেরা তো নুয়ে পড়া
বিচ্ছিন্ন সময়ের খেয়ালে।
মানুষের হৃদয় সব অন্ধকারে মোড়া
সূর্যালোক মিলিয়ে যায় ছায়ায়
তুমি কী ভাবে পার্থক্যটা তৈরি করবে?
বদল কি আসবে, কোন আশায়?
কী ভাবে আমরা তৈরি করব পার্থক্যটা
দীর্ঘ নিশ্বাস ফেলে সৈনিক ক্লান্ত
একটার পর একটা যুদ্ধ তো চলছেই
উঁচু করে ধরে রাখা পতাকা অবিশ্রান্ত ।
ধীরে সময় এগিয়ে চলে দেখি
কেমন ভাবে বদলে যায় মরু বালি
কী ভাবে পারি বদলাতে
কী ভাবে পরিকল্পনার কথা বলি?
কী ভাবে তুমি পার্থক্যটা তৈরি করেছিলে
উত্তরে বলে ওঠে সেই প্রাজ্ঞ মানুষটি
কোন স্মৃতি তুমি বয়ে নিয়ে যাবে
ভবিষ্যতের কোন প্রশান্ত আনন্দটি?
যখন মাইলের পর মাইল জুড়ে শিশুদের হাসি
আলো জ্বালিয়ে রাখবে এক একটা দিন
তুমি জানবে তুমি পেরেছ পার্থক্যটা তৈরি করতে
নিশ্চিত যেন যাবার আগে আসবে সুদিন।
রবার্ট কেলি: একজন আইরিশ প্রতিরক্ষা বাহিনীর সৈনিক এবং কবি। যুদ্ধ এবং যুদ্ধের বাস্তবতা তাঁর কবিতার বিষয় । ২০০৭ সালে আফগানিস্তানে সৈনিক হিসেবে কাজ করেছেন তিনি ।
মূল কবিতা: A Difference
শুভঙ্কর সাহা
পার্থক্য
রবার্ট কেলি
কী ভাবে পার্থক্যটা তৈরি করতে পারি
ভ্রূকুটি করে জানতে চাইল যুবক ছেলেটি
যখন দুঃখ বেদনা আর যন্ত্রণা
ভরে দিচ্ছে দিন প্রতিটি।
অনিশ্চয়তায় ভরা একটা দেশ
হাঁটু মুড়ে চলা একটা দেশ পিছে
কী ভাবে পার্থক্যটা তৈরি করতে পারি
এটুকুই শুধু জানতে চাই তোমার কাছে ।
পার্থক্যটা তুমি কী ভাবে তৈরি করবে
কৌতূহলী বৃদ্ধ এবার চাইল জানতে
আমাদের মানুষেরা তো নুয়ে পড়া
বিচ্ছিন্ন সময়ের খেয়ালে।
মানুষের হৃদয় সব অন্ধকারে মোড়া
সূর্যালোক মিলিয়ে যায় ছায়ায়
তুমি কী ভাবে পার্থক্যটা তৈরি করবে?
বদল কি আসবে, কোন আশায়?
কী ভাবে আমরা তৈরি করব পার্থক্যটা
দীর্ঘ নিশ্বাস ফেলে সৈনিক ক্লান্ত
একটার পর একটা যুদ্ধ তো চলছেই
উঁচু করে ধরে রাখা পতাকা অবিশ্রান্ত ।
ধীরে সময় এগিয়ে চলে দেখি
কেমন ভাবে বদলে যায় মরু বালি
কী ভাবে পারি বদলাতে
কী ভাবে পরিকল্পনার কথা বলি?
কী ভাবে তুমি পার্থক্যটা তৈরি করেছিলে
উত্তরে বলে ওঠে সেই প্রাজ্ঞ মানুষটি
কোন স্মৃতি তুমি বয়ে নিয়ে যাবে
ভবিষ্যতের কোন প্রশান্ত আনন্দটি?
যখন মাইলের পর মাইল জুড়ে শিশুদের হাসি
আলো জ্বালিয়ে রাখবে এক একটা দিন
তুমি জানবে তুমি পেরেছ পার্থক্যটা তৈরি করতে
নিশ্চিত যেন যাবার আগে আসবে সুদিন।
রবার্ট কেলি: একজন আইরিশ প্রতিরক্ষা বাহিনীর সৈনিক এবং কবি। যুদ্ধ এবং যুদ্ধের বাস্তবতা তাঁর কবিতার বিষয় । ২০০৭ সালে আফগানিস্তানে সৈনিক হিসেবে কাজ করেছেন তিনি ।
মূল কবিতা: A Difference
No comments:
Post a Comment