Monday, April 30, 2018


শম্পা মাহাতোর কবিতা 

ভালো থেকো
------------------
সরে আসি শুভকামনার ভিড় থেকে
যত দূর নীরবতা যায় শব্দ পারে না তত
মেঘ করে আসে সীমাহীন আপোষের
সীমানায়।

ভালো আছি। ভালোই তো আছি।
বিরতির সময়টুকু বিজ্ঞাপন হওয়াই নিয়ম
তেমনই দেখেও না দেখা মার্জিত রুচি

তাহলে, আমার যদি ইচ্ছে হয়
তর্ক করব বৃষ্টি ভিজতে ভিজতে
ভুলে যাব  বেমালুম
মিডিয়া প্রচারিত সম্প্রসারণ!

খবর
--------
খবরের গায়ে হাত রাখলে ঠান্ডা লাগছে
ডিপফ্রিজের ঠান্ডা

মাইক্রোওভেন ঝরঝরে করে দিল ভাত
একটা দানা আরেকটার গায়ে লেগে নেই
এখন আর।

তোমাকে মুখস্হ করব ভাবছি খাবার টেবিলে
মন বসছে না দেখা শোনা পড়ায়
সবকিছু এভাবে হচ্ছে যেন
হওয়ারই ছিল।

এমনই সময় তুমি বললে
বাথরুমের কলটা বন্ধ করে দিয়ে আসো
চৌবাচ্চা ভরে গেছে

আচ্ছা, পেট ভরছে না কেন! মন

আসন
-----------
শূন্যে ভাসমান সময় জানলায় ঢেউ আসে
মহাজাগতিক রশ্মি স্ক্যান করে পাঠায়
এই মুহূর্তে অপরাধীর সংখ্যা

শাস্তি কমে যায় তবু

অপরাধ একটা প্রবণতা মাত্র প্রমাণিত হওয়ার পর
নদীর ধারে আসন পেতে গল্প শুনতে বসি আমরা

আমরা ছেলেমানুষ।


No comments:

Post a Comment