কৌশিক দাসের কবিতা
গর্ভকেশর
বিরহী সমুদ্রের কাঁধে
প্রাত্যহিক নিয়মে
রোদ ওঠে,
অন্ধকার নামে
এক একটি প্রশ্ন আছড়ে পড়ে তটে।
দূরত্বের সংজ্ঞা জানে নদী
ছুটন্ত ক্ষুরের মতো ধারালো
নদীর বুকে লুকিয়ে আছে
অজানা কতো টুকরো শ্লোক,
হিসাবের লাভ-ক্ষতি।
তবুও ঝাউবন ঘিরে থাকে
মোহময় টান।
কৃষ্ণচূড়া ঠোঁটের ছাপ সারা শরীরে
সমুদ্র ছুঁয়ে ফেলে সুরেলা পা
বেজে ওঠে জলতরঙ্গ,
গর্ভকেশর অপেক্ষা করে দু-জোড়া পায়ের।
No comments:
Post a Comment