Monday, April 30, 2018


আগামীর আলো

বিকাশ সাহা
==============

অবক্ষয়ী সমাজে ক্ষয়িষু মানসিকতার,
ক্ষমতা দখলের এ এক নগ্ন লড়াই।
উন্মুক্ত আকাশের নিচে বারুদের খোল,
আর স্বজনহারাদের আর্তনাদ।
হার্মাদদের নৃশংসতায় বিদীর্ণ আজ,
নিষ্পাপের হৃদপিন্ড।
নরপিশাচের বর্বরতায়,
ভুলুন্ঠিত নারীর নিরাপত্তা,সম্মান আর সম্ভ্রম।
কলুষিত সমাজের হিংস্র থাবায়,
আক্রান্ত আজ মনুষ্যত্ব।
বর্বরতার সাথে অসম লড়াইয়ে,
পরাভূত আজ মনুষ্যত্ববোধ।
অন্ধকারে নিমজ্জমান সমাজে,
আলোর দিশারী হতে ব্যর্থ আজ
মোমের মিছিল।

এক নবসূর্য উদিত হোক,
উদিত হোক প্রতিটি হৃদয়ে।
হিংস্রতা আর বর্বরতার কালো ছায়া,
দূরীভূত হোক নবসূর্যের ছটায়।
রচিত হোক এক নতুন দিগন্তের
আগামীর তরে।।

No comments:

Post a Comment