Monday, July 8, 2019



চকোলেটগঞ্জ / নীলাব্জ চক্রবর্তী



স্মৃতি বদলে বদলে
ছোট বাক্যের বাইরে বসে
সে এক শ্রেণী
এক শিরশির
শুধু চকোলেটগঞ্জে এই ভোর
মোহ
মেলোডি
নাজুক এসব অপেক্ষা আসলে নিয়ন্ত্রিত
সাদাকালো কবিতায়
শরীর এক অভেদ্য রীতি হয়ে
সারাদিন
পাথর ছুঁয়ে ছুঁয়ে
যেভাবে ভাষার কাছে
ফিরে গেছে আঙুলের রোদ...

No comments:

Post a Comment