উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়
বিতর্ক রেখার নিচে
১.
আমরা বুঝতে পারছি সামনে অজগর
দারোগাগিরির স্লোগান ভীষণ উচ্চারিত হচ্ছে
কোলের শিশুকে ইঁদুরের উপদ্রব
একজন কবি মারা যাচ্ছেন ঈগল কোণে
ঠান্ডা মাথায় যতটা চাবুক কষা যায়
তার ফল শিয়ালের টুকে খায়
একজন রাজনীতিবিদ তার তিন তলা ফ্ল্যাট থেকে
ছুঁড়ে দেন বাসি খাবার
যদিও ভিখারীরা বরাবর দেশের সম্পদ
No comments:
Post a Comment