Monday, July 8, 2019

রাত
নীলিমা দেব 


একশো সেতারের সুর নিয়ে 
পিওর অন্ধকার 
কমলা গাছের ঘ্রাণের মতো
চুপচাপ নদী
কেবল কুড়িয়ে যাচ্ছে জল
তাও যদি সহজ হতো রাত....... 


এভাবেই খুচরো পরিচয় 
ততটাই ফ্রী যতটা পূর্বাভাস 
আলোয় টোকা দিতে দিতে 
শুকিয়ে যায় বেলা
রাতের বিপরীত...... 


আগুনের কুয়াশায় ছড়িয়ে  যাচ্ছে ক্ষত
ঘর ভর্তি বারান্দা 
আলো ভাঙছে
                       আলো গড়ছে
                                       যতদূর চাঁদের লাইব্রেরী 
শেষ পর্যন্ত রাত হতে হতে 
আয়ুর আঁধার........... 

No comments:

Post a Comment