ঘুমহীন শহর
শোভন মণ্ডল
পুরনো মুদ্রাদোষে নিভিয়ে দিই সমস্ত আলো
ভেসে থাকে পথ, বাংলো-বারান্দা
ঘুমহীন শহরে নেমে আসে ছায়া, হেঁটে যায় ভীরু যৌনতা
কফিশপের গায়ে ছোঁয়া কবেকার রঙ
ঘড়ির কাঁটার সাথে জাপটে থাকে রাত
“কান্টি রোডস, টেক মি হোম “ গান গেয়ে একটা পাগল ফুটপাথ কাঁপাচ্ছে
ওর কোন নিজস্ব কম্পাস নেই
সাজানো শহর থেকে উঠে আসে ধোঁয়ার গন্ধ
প্রজাপতির মৃত্যুর কোন আগাম ঘোষণা নেই এখানে
নিস্তব্ধ একটা সভ্যতা শুধু বেঁচে থাকা অভ্যাস করছে এভাবে
আর আমি নিঝুম খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে
নিজেরই বুকের পাড় ভাঙার শব্দ শুনতে পাচ্ছি
শোভন মণ্ডল
পুরনো মুদ্রাদোষে নিভিয়ে দিই সমস্ত আলো
ভেসে থাকে পথ, বাংলো-বারান্দা
ঘুমহীন শহরে নেমে আসে ছায়া, হেঁটে যায় ভীরু যৌনতা
কফিশপের গায়ে ছোঁয়া কবেকার রঙ
ঘড়ির কাঁটার সাথে জাপটে থাকে রাত
“কান্টি রোডস, টেক মি হোম “ গান গেয়ে একটা পাগল ফুটপাথ কাঁপাচ্ছে
ওর কোন নিজস্ব কম্পাস নেই
সাজানো শহর থেকে উঠে আসে ধোঁয়ার গন্ধ
প্রজাপতির মৃত্যুর কোন আগাম ঘোষণা নেই এখানে
নিস্তব্ধ একটা সভ্যতা শুধু বেঁচে থাকা অভ্যাস করছে এভাবে
আর আমি নিঝুম খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে
নিজেরই বুকের পাড় ভাঙার শব্দ শুনতে পাচ্ছি
No comments:
Post a Comment