যে পথে হেঁটেছে তৃষ্ণা...
(-ফারহানা রহমান)
১.
যে পথে হেঁটেছে তৃষ্ণা পুরনো স্মৃতির মতো
মৃগ হয়ে
বিস্ময় লুকানো স্থির করোটিতে
সেখানে মলিন ধুলি ক্যারাভানে ফেরে
ক্লান্ত কাফ্রি ক্রীতদাস
মাটিয়ে লুটিয়ে পড়ে
হারেমের খোঁজা
পায়ে পায়ে হেঁটে চলে বিপ্লবের ওম
চারিদিকে হাহাকার ক্ষুধার্ত অক্ষয়ে
নুয়াবে না মাথা তবু
পৌরাণিক ঋষি
কেটে গেছে ক্ষনিকের মায়াজাল আজ
তাকে কেউ কেউ জানে,
কেউ বা জানে না......
২.
তাকিয়ে থাকার দীর্ঘ প্রতিক্ষার কালে
পাতা ঝরে নির্বাণের প্রগাঢ় আঁধারে
নীরব ঘাটের ধারে শেষ তপস্যায়
প্রাপ্তির মায়ায় কভু ভালোবাসা আনে
এত যে গভীর জল, উদাস নয়নে ঘোর
তবু ঘুরে ঘুরে কথা কয় অনুভূতি!
No comments:
Post a Comment