Wednesday, January 2, 2019

মুক্তি
গোরা চক্রবর্তী 


এখনো আধঘণ্টা বাকি
চেয়ে দেখো
কারাগার সুরক্ষিত
দুটি পাউরুটি এক গ্লাস জলে।

আমাদের সবকিছু কেড়ে নিও--অন্ন বস্ত্র
বাধা নেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও
ভুল সংকেতে চাবুক মেরোনা।

পর্দার আড়ালে মশাল
নাছোড়বান্দা জীবন লুকিয়ে কাঁদছিল
কারাগার থেকে দায়রা আদালত।

আমি চিৎকার করছিলাম শিব মন্দিরের কাছে
এ প্রান্তে কেউ হয়তো আসবে।

কে যেন টুটি চেপে ধরেছিল
বেলা শেষে। পরাধীনতার আগুন
ফুঁসে ওঠে ধারালো ইস্পাতে।।

No comments:

Post a Comment