Wednesday, January 2, 2019

সীমা ঘোষ দে (সাঁঝ)

অবয়ব

কাপুরুষ কোথাকার!
বৌ যে কদিন প্রজাপতি হয়েছিল,
তোর শোবার ঘরের পর্দাটা যে কদিন ঘুমিয়ে ছিল,
সে কদিন প্রেমিক হয়ে সটান কাঞ্চনজঙ্ঘা ছুঁয়েছিলিস !

শ্রীনগরে বিতস্তার তীরে রুপোলি রঙের একটা মেয়ে,
অর্কিড হাতে রোজ রাতে তোর জন্য অপেক্ষা করতো!

তারপর...

হঠাৎ তুই কাপুরুষ আর ঐ রুপোলি রঙের মেয়েটি  রেশম পোকা হয়ে গেল।




জ্বরের ঘোরে

আমার তো মরুময় স্থলজ সঙ্গম
ফুল ফোটে না,
ফল ধরে না একেবারে !

তোর জানি জলজ বিছানা
তোর বৌ এর শরীরময় শালুক ফোটে।






No comments:

Post a Comment