ক্ষত
মানিক সাহা
অভিজ্ঞতালব্ধ পূর্বজরা দাম্ভিক ঘোড়ায় চেপে ঘোরে
বালকের মুঠোয় কাঁপতে থাকে ফড়িংএর দুর্বোধ্য ডানা
অথচ তাদের মতো দেখতে কয়েকজন মুগ্ধতার পাগল
জল কেটে দেখতে থাকে
নিজেদের প্রতিবিম্বের ক্ষত
কতটা গভীর ও কতটা লাবণ্যময়!
মাথার উপর দিয়ে উড়ে যায় ডানাওয়ালা পিঁপড়ের দল
গর্হিত কাজের জন্য নত নেত্রে বসে থাকে কেউ
তারা বোঝে না। তাদের শরীরে কোন দাগ নেই।
কোন ক্ষতচিহ্ন নেই।
মাননীয় পূর্বজ ও স্নেহের অনুজ পাখিগুলো ডানাহীন
তারা সিঁড়ি বেয়ে বেয়ে আকাশের ছায়া ছুঁয়ে থাকে।
No comments:
Post a Comment