১) শৌখিন
পিয়াল রায়
পাহাড়ের দিকে তাকিয়েছ কোনোদিন?
নিদেন একটা টিলার দিকে?
ঘাস ছাড়া সবই কেমন
বিপুল ব্যর্থ মনে হয় না?
মনে হয় না চূড়ার ওপর
একটা প্রাসাদ থাকা দরকার ছিল
যেখান থেকে পৃথিবীটাকে দেখাত
ঠিক একটা কোলকুঁজো পাশবালিশের মতো
এবং সম্ভব হলে তাতে
ঝমঝমে দুটো একটা প্রায় পেকে ওঠা
ফুসকুড়ি সম বসন্ত
গাছই বলো বা পাখি
গোটাটাই তো প্রবাবিলিটি
ধরতে গেলেই জ্বর গায়ে হাওয়া
ঘরই নেই কোথাও
তায় ঝুলবারান্দা !
যতসব বিদঘুটে শৌখিনতা সাজিয়ে বসে আছ
ভাঙা মোড়ের মাথায়
No comments:
Post a Comment