Wednesday, January 2, 2019


ভুলে থাকা //  উপানন্দ ধবল 

একদিন এইখানে পুঁতেছিলে  একটি স্নেহবীজ
কোমল হাতে তুমি অল্পে অল্পে
                           ঢেলেছিলে তাতে ধারাজল ।
সেই স্মৃতি-ছবি নিয়ে আমি
তারপর চলে গেছি কবে বহুদূরে
সেই ছয়টি হাঁস আজ জানি না কোথায়
                                           কোনদিকে
শুধু জানি --
একদিন কথা দিয়েছিলাম তোমাকে :
              
                পঞ্চবৃক্ষের ঠিকানা
              অতিথি কখনো ভুলে না

তারপর বুক দিয়ে গেছে কত না অন্ধ বছর
দস্যু হাওয়া ভেঙে দিয়েছে ঘর
সময়ের স্রোতে হারিয়েছে তোমার আমার খবর

আজ বুড়িচাঁদ আর বেনোজলকে চমকে দিয়ে
আবার অদৃশ্য সুতোর টানে তোমার দ্বারে
নির্নিমেষ কৌতূহলে  কান পেতেছি
হাঁসের ডাকের প্রতীক্ষায়
আর পঞ্চবৃক্ষের পাতার গুঞ্জনে
তারা যেন ঐকতানে সুর তুলেছে :

আমরা কখনো ভুলে যাইনি
শুধু ভুলে থাকার ভান করি ।

No comments:

Post a Comment