Wednesday, January 2, 2019

দুটো রাস্তা 
----------------
রাজশ্রী ব্যানার্জী 



দুটো রাস্তা যেখানে ভাগ হয় ,
সুবর্ণরেখার পার ভাঙতে থাকে ৷
ফিরে আসার পথ বন্ধ করে ,
সুখগুলো বাষ্প হয়ে নাগালের বাইরে ৷
চাওয়া পাওয়ার ব্যাকরণে সন্ধি-চ্ছেদ ৷
বইয়ের ভাঁজে রাখা পলাশ -
যন্ত্রণাদের উস্কে দেয় ৷
শেষ হয়েও শেষ হয় না 
পুতুল নাচের দড়িটা যার হাতে-
সে অদৃশ্যই থেকে যায় ৷

No comments:

Post a Comment