Wednesday, February 28, 2018

কবিতা করিডোর ফেব্রুয়ারি সংখ্যা , ২০১৮

কবিতা করিডোর ফেব্রুয়ারি সংখ্যা , ২০১৮




সম্পাদকীয় :
শীত অনেকটা দূরে সরে গেছে । মনে মনে গুছিয়ে নিয়েছি শীতের পোশাক । ও মোর পোশাকি খাম গেয়ে ওঠো ফুল ও রঙের গান । জানি ফাগুনদিনে রোদ চমকে ওঠলে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুটে উঠবে । কিছুটা পলাশের রং মেখে দিই তোমাদের গায় । এদিকে ভাষার জন্য সংলাপ উপেক্ষা করতে পারিনা । বরকত , রফিক ....ওরা সবাই যেন আমার আত্মার শরিক । বুঝতে পারি মায়ের জন্য অপুর মন কেমন করা । তোমার পায়ের কাছে কিছুটা ফুল রেখে দিলাম । মাতৃভাষার জন্য দুঃখ করবো কেন ? বইমেলা চত্বরে এতো এতো পাবলিশার্স , বই আলোর রোশনাই , মানুষের গমগম....সত্যিই কি ভাষার জন্য ? তবে হ্যাঁ লিটিল ম্যাগাজিনের সম্পাদকদের দেখে ভরসা হয় কি কষ্ট করে কতো দূর দূরান্ত থেকে শুধু ভালোবাসার টানেই তাদের ছুটে আসা । এসবের মাঝেও একটা দুঃখের আবহ থেকেই যায় । জানি কালের চাকাটা ঘুরিয়ে দেবার ক্ষমতা আমার নেই । তাই নিয়ম মেনেই এক একটি নক্ষত্রের পতন চাপা কান্নার সাথে মেনে নিচ্ছি । এভাবে ঘুমের দেশে টংঘরের কবির চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয় । কষ্ট আরও বেশি হয় যখন দেখি তাঁর শেষযাত্রায় শুধু গুটিকয়  মানুষের ভিড় দেখে । অবশ্য তাতে করে কবির কিছুই যায় আসেনি, বরং  এ আমাদেরি দৈন্য রূপ । কবিতা করিডোর পরিবার দূর থেকেই তাঁর প্রতি নিজের মতো করে শ্রদ্ধাটুকু নিবেদন করছে ।
প্রসঙ্গত বলে রাখি কবিতা করিডোর- এর এই প্রতিমাসে প্রকাশে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাকে সাহায্য করে যাচেছ তাদের অনেক অনেক ধন্যবাদ । বিশেষ করে বাংলাদেশ বিভাগের ফারহানা রহমান ও উত্তর -পূর্বাঞ্চল বিভাগের  রাজেশ চন্দ্র দেবনাথকে অনেক ধন্যবাদ । ওরা না থাকলে আমার একার পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হতো না ।


ধন্যবাদান্তে
শুভঙ্কর পাল

প্রচ্ছদ ও অলংকরণে : অনির্বাণ পাল 

সূচীপত্র : 

কবিতা ১ : রাহুল ঘোষ , শুভ্রদীপ রায় , সমিত ভৌমিক , অমিত দে , অনুরূপা পাল চৌধুরী , উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায় , সুপ্রিয় কুমার রায় , বিপ্লব সরকার , কমল সরকার , সুদীপ্ত মাজি , জ্যোতির্ময় মুখার্জি , বিকাশ সাহা , মিতালি চক্রবর্তী , অভিশ্রুতি রায় , রৈবতী ব্যানার্জি , সুলক্ষণা , দেবাশীষ বর্ধন , দেবারতি চক্রবর্তী , রঙ্গন রায়  , শুভ্র সরকার
গল্প : আফজল আলি

কবিতা ২ : নীলাব্জ চক্রবর্তী , সূরজ দাস , রাহুল গাঙ্গুলি , দেবাশিস মুখোপাধ্যায় , শুভময় সরকার , কুমারেশ তেওয়ারী , স্বপন রায় , প্রাণজি বসাক , বিশ্বজিৎ লায়েক , বিপ্লব গঙ্গোপাধ্যায়

বিষয় নির্ভর গদ্য : গৌতম গুহ রায়

বাংলাদেশ বিভাগ : 
প্রবন্ধ : মহসীন হাবিব
কবিতা : ফারহানা রহমান , অপরাহ্ণ সুস্মিত  ,অনুপমা অপরাজিতা , জুনান নাশিত , নাজনীন খলিল , ফেরদৌস নাহার , রিমঝিম , মইনুস সুলতান , কচি রেজা , রাসেল রাহান , সালেহীন শিপ্রা , পিয়াস মজিদ , জাহানারা পারভিন , তুষার কবির , মাসুদুজ্জামান , তুহিন দাস , মিলটন রহমান , হাসান রোবায়েত , আসমা অধরা

ব্যক্তিগত গদ্য : প্রবীর রায় , অমিতাভ প্রহরাজ ,
অনুবাদ কবিতা : মানিক সাহা
উত্তর জনপদের গদ্য : সুবীর সরকার
মণীন্দ্র গুপ্ত স্মরণে : রমিত দে

উত্তর -পূর্বাঞ্চল বিভাগ : 
কবিতা---

রাজীব ভট্টাচার্য, বিজয় ঘোষ, আবু আশফাক্ব চৌধুরী, চিরশ্রী দেবনাথ, তমালশেখর দে, শতদল আচার্য, বিশ্বরাজ ভট্টাচার্য, হারাধন বৈরাগী, নীলাদ্রি ভট্টাচার্য, আশফাক্ব হাবিব চৌধুরী, নীলদীপ চক্রবর্তী, সৌরভ গোস্বামী, সুমন পাটারী, রাজীব মজুমদার, চিত্তরঞ্জন দেবনাথ, রাজেশ চন্দ্র দেবনাথ, পিংকি পুরকায়স্থ চন্দ্রানী, অমলকান্তি চন্দ,

গুচ্ছ কবিতা---

অভীক কুমার দে, অনুরাগ ভৌমিক, অপাংশু দেবনাথ

আত্মস্বর কিছুতেই চাপা থাকে না : প্রদীপ চক্রবর্তী
ভাষা দিবস স্মরণে ব্যক্তিগত গদ্য : সব্যসাচী ঘোষ
কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়
পাঠ প্রতিক্রিয়া : 
শুভঙ্কর পাল , সব্যসাচী হাজরা  , বেবী সাউ

**যাদের লেখা রাখা হলো সেক্ষেত্রে যদি কোন ভুল থাকে নিজেদের লোক বলে ক্ষমা করবেন । আর এখানে প্রকাশিত সবকটি লেখার দায় লেখকের । সম্পাদক কখনোই দায়ী নয়  ।

No comments:

Post a Comment