Wednesday, February 28, 2018


দীর্ঘ স্বীকারোক্তি কিংবা আত্মপক্ষ সমর্থন
_____________________________________
উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়



ঘুমিয়ে পড়া সূর্যের ছবি আঁকতে গিয়ে কবি আঁকছেন অঙ্গার। পৃথিবীর কথা ভাবতে গিয়ে এক ফালি তরমুজ, যার শীতলতায় ছোঁয়া আছে যুদ্ধের ঘোষণা কিংবা এক বিরাটমুখীএলার্ম।

কবির পৃষ্ঠার ওপর ভিড় করে বসে আছে ভোরের ক্ষিপ্র আঁচ। হয়ত রোদেলা ফসলের মুখ। ধান বা গমের গল্পে উপচে পড়ছে এক অসহায় শ্রেণীর কাতরতা। কবি আঁকছেন হাওয়ায় পরিমিত শোক।

কবি লিখেছেন নিঃসঙ্গ দেয়ালের কথা। যার ভেতর জমে আছে বরফের ক্ষেদ। যেন ঠাণ্ডায় এক ঝাঁক বালিয়াড়ি হাঁস যুদ্ধ বিরোধিতায় গেথে চলেছে চলমান তাঁবু।

কবি জানেন এর শহর তার কাছে বড়ই। যেমনটি নয় দেশ। দেশ শব্দের প্রকৃত মানে কবির কাছে ঠিক পরিষ্কার নয। কবি জানেন হয়ত একদিন স্বাধীনতার অপেক্ষায় পুড়িয়ে দেয়া হবে গোটা শরীর। থেঁতলে দেওয়া হবে হৃদপিণ্ড। নয়তো বুর্জোয়াদের জুতোর ছবি আঁকতে গিয়ে কবি হারিয়ে ফেলবেন নিজের সংগ্রামে অস্তিত্ব।

No comments:

Post a Comment