Tuesday, February 27, 2018

 মাসুদুজ্জামানের দুটি কবিতা

১. রাজকন্যা

রোদ্দুরে আমি তোমার হৃদয় শুকাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টি এসে
ভিজিয়ে দিল বর্ণমালা। একজন রাজকন্যাকে পাওয়া গেছে যে খুব
ভোর বেলা ঘুম থেকে উঠে চন্দনের জলে মুখ ধুতে ধুতে আকাশে
ডানা মেলে মেঘ হয়ে যেত। ডানা থাকলেই ওড়া কি হয়? সমুদ্র
মানেই অভিযান নয়, তুমি ঝিনুকের ভেতর লুকাতে পার, লুকিয়ে
থাকতে থাকতে ফসিল। সরলরেখা আসলেই সরলরেখা নয়, বিন্দুর
সমষ্টি। যে মেয়েটি রাজকন্যা হয়েছিল, সেই মেয়েটি একদিন একা
হতে হতে সরলরেখার খোঁজে বিন্দু হয়ে গেল।


২. অ্যালেগরি অফ কেভ

আমাদের বাড়িটা শূন্যে। কিন্তু ভেতরে ছিল প্লেতোর গুহা ও শিখা
তিরতির করে কাঁপে ছায়া। মনুষ্যবিভ্রম। মানুষের ভিতরে নামানুষ
সভ্যতার নখরে মানুষই কুটিকুটি। আনন্দিত ভ্রুকুটি। তুমি দৌড়ুবে
কিন্তু পা গেঁথে থাকবে মাটিতে। তুমি হাসবে কিন্তু তাতে নিঃশব্দে
ঢুকে পড়বে বিষাদ ও নৈঃশব্দ্য। শূন্যেই ঝুলে থাকে রক্তিম আপেল।
কিন্তু টুপ করে পৃথিবীর কোলে যখন খসে পড়বে তখন নিউটনের
দ্বিতীয় সূত্র অনুসারে তোমার প্রেমিকা তোমাকেই চুমু খেতে এগিয়ে
আসবে, সৌরঝড়ে ছিন্নভিন্ন হয়ে যাবে তোমার শরীর- চোখ গেঁথে
যাবে চোখে, চুম্বনছিন্ন না হলে ওষ্ঠহীন বেজবান মুখে কোনো কথা
ফুটবে না। পত্রালি থেকে অক্সিজেন শুষে নিয়ে কার্বন উড়িয়ে দেবে।
রচনা করবে আমাদের মুগ্ধমৃত্যু, অলৌকিক অপ্রাকৃত সিলেবাস, পাঠ 
মানুষের পরিণাম এরকমই- শুধু সংবিধানের ছেঁড়াখোড়া পাদটীকা।


No comments:

Post a Comment