Wednesday, February 28, 2018

আগামী

রৈবতী ব্যানার্জি 

ঈশ্বর করাঘাত  করে চেতনার দরজায়,
আমার মনের গভীরে বিবাগী লালন গান গায় বিষাদের সুরে,
অনেক স্বপ্নভঙ্গ এর কাহিনী দেখতে দেখতে জীবনের পথে-  স্বপ্নের ফেরিওয়ালা  এসে ফিরে যায়,
শিশু আটকে থাকে শাসনের বেড়াজালে,
আনন্দের জোয়ারে ভাসে না কেউ,
অহংকারী দানব দাপিয়ে বেড়ায়
সমাজের খাঁজে খাঁজে..
নগ্ন বিলাসিতার আভরনে,
সততা বিঘ্নিত কুৎসিত
মুখোসের আড়ালে..
পিপাসার্ত মানুষ শান্তির অপেক্ষায়,
আমি দেখব এক নতুন আগামী কবে
চেতনার জোয়ার ধোয়াবে মূল্যবোধের রথ।

No comments:

Post a Comment