Tuesday, February 27, 2018

 তুষার কবিরের কবিতা 

১. মিউজিকরুম

জলের পয়ার বাজে ধীরে ধীরে
এই কাচঘেরা মিউজিকরুমে— 
পাখোয়াজ খুলে দিয়ে গান গায়
বিকেলের জলডাহুকের প্রাণ!

শাদা বেড়ালের আত্মা উঠে আসে
দ্যাখো প্লানচেট ভোরে— 
আর হরিণের ছালে ঢাকা পড়ে থাকে
শুধু একজোড়া ঠান্ডা স্তন!

ঘুঙুরের দানা যেন গড়িয়ে পড়ছে
তোমার শাড়ির ভাঁজ থেকে— 
দোয়েলের লগবুকে লেখা হতে থাকে
রাতচেরা আরক পেয়ালা!

কার্নিশের ছায়াভ্রমে দ্যাখো
বেজে যেতে থাকে ঘুমঘোর সুরের বেহালা!

২. বেহালা

বিকেলের ভাঁজপত্র খুলে
তুমি পেয়ে গেছ হারানো পুরাণ কথা
ঘোটকীর হ্রেষালিপি
আর ঘুমবেহালার ছড়—

কাহারবা বেজে ওঠে ধীরে ধীরে
শহরের শেষ রেখাপথে—

শোনো, ওটা ছিল এক ঝাড়বাতিঅলা বাঈজিমহল—
খিলানের ছায়াভ্রমে
আজো শোনা যায়
শ্বেতাভ কাকাতুয়ার সান্ধ্যগান—
ঝিনুকের অনুষ্টুপ
আর ভ্রমরের স্বরগ্রাম!

জানি, তুমি হারিয়ে ফেলেছ সব স্বর—
পাতার ডেরায় ডুব দিয়ে
তুমি শুনে যাচ্ছ শুধু জমে থাকা জলের লিরিক!

No comments:

Post a Comment