Wednesday, February 28, 2018


আগন্তুক
--------------------
বিকাশ সাহা

হঠাৎ কলিং বেলের শব্দটা 
সমস্ত ভাবনাকে উড়িয়ে দিয়ে এক লহমায়
আছড়ে ফেললো রুঢ় বাস্তবের মাটিতে।
কল্প-জগতের আগন্তুক তখন,
স্বপ্নের পাট চুকিয়ে নিজ-রাজ্যের পথে
প্রত্যাগমনের অপেক্ষায়।

ক্ষনিকের আবির্ভাবে অপূর্ণ সব প্রত্যাশাগুলোতে
জাদুর কাঠি ছুঁইয়ে দিয়ে রাঙিয়ে তুলেছিলো সব।
মনের গভীরে কষ্টের চোরাস্রোতের প্রবাহ থামিয়ে দিয়ে,
সুখস্রোতের তরঙ্গ তুলেছিলো মনে।

আপাত নঞর্থক সব ভাবনা গুলির আড়ালে
লুকিয়ে থাকা সদর্থকের পথ চিনিয়েছিল।
কষ্টের মাঝেও লুক্কায়িত রসদের সন্ধান দিয়ে
শিখিয়েছিল বেঁচে থাকার শিল্পকে।

সমস্ত আলোগুলিকে এক ঝটকায় নিভিয়ে দিয়ে,
সমস্ত ভাবনাগুলিকে  নিষ্প্রভ করে,
স্রোতস্বিনীর প্রবল প্রবাহে কষ্ট গুলিকে চালিত করে
প্রহমান অন্ধকারে নিক্ষেপ করলো আমায়।

হে আগন্তুক, পুনঃ ছোঁয়াও তবঃ জিয়ন কাঠি
আমার স্বপ্ন ছটায়।।

No comments:

Post a Comment