Tuesday, February 27, 2018

 কচি রেজার ২টি কবিতা  


১. সেই ডাক ফেলে এসেছি 

মধ্যরাতে কতদিন বাড়ি ফিরি কেউ উদবিগ্ন হয়না
তখন মনে পড়ে বাটার জুতো ফেলে এসেছি, নদী ফেলে এসেছি
আর সাঁতারও
এখন চুল বাঁধিনা ! হলুদ ফিতে ফেলে এসেছি, বাঁশি ফেলে এসেছি বলে
ডাক নাম ভুলে গেছি মা , তুমি কি এখনও তীব্র ডাক দিয়ে খোঁজো, কচি, কচি
কোথায় তুই , মা?
ঘর থেকে বেরিয়ে, উঠোন পেরিয়ে , গলির মোড়ে বাতি হাতে দাঁড়িয়ে থাকো ...
কতদিন ঘুমের ভিতর চুল বেঁধে দিতে! হাতেকি এখনও জিরে ফোঁড়নের গন্ধ, মা!
সেই আদর সেই বেণী সেই ডাক আমি ফেলে এসেছি
তাইতো আজ বাড়ি ফিরে ঝলসানো আলোয় টেবিলে
জলের বোতল আর ঢাকা দেয়া খাবার দেখি ! তোমার মুখ দেখিনা!
হয়ত বড়ো বেশি বদলে গেছি ! অনেক বেশি অবিশ্বাসীও
সেই ঘর-উঠোন-ডিসি রোড -চৌরাস্তা বাজিয়ে আরেকবার
ডাক দাওতো মা

২. 
শীতের কর্মানুষ্ঠান 


পকেট থেকে খুচরো বের করে বললে, এই তো শীতকাল পাখিরা রোদ্দুর লুকালো বারান্দা শিখলো
তুমি কম্পিত বুঝে নিলে সমূহ জ্বরের চিৎকার
অচেনা অজস্র ডানার পাখি দৈর্ঘ্যে বেড়ে বেড়ে রাশি রাশি পাতা একদিন ঝরে পড়লো শীতকালের পায়ে পুনরাবৃত্তি করে তোমাকে শোনা্লো শীতের কর্মানুষ্ঠান


No comments:

Post a Comment