Wednesday, April 7, 2021

         দংশন

           শোভন মণ্ডল

শেষ হয়েও শেষ হয়না

দরবার খুলে যায় হাট করে

গোপন আজুবা শুধু মেলে থাকে মধ্য গগনে


প্রায়শই দংশন ক্ষতগুলো এভাবেই এভাবেই

জাগিয়ে রাখে কেবল পুরনো আদরের ঘ্রাণ

তুমি কেন তবে শরমে মরো মিছে


সেই কবে হুল ফুটিয়ে গেছে তোমায়

                  ঘরকুনো বিষাক্ত বিছে...

No comments:

Post a Comment