Monday, February 25, 2019

সম্পাদকীয় 
উৎসব আর আতস বাজির খেলা খেলতে খেলতে কখন যেন রাত গড়িয়ে ভোর হয়ে এলো ।  বাঁকা চাঁদ তখন হেলে পড়েছে বাঁশের নুয়ে পড়া ডালের ফাঁকে আর আমি রবীন্দ্র সংগীত শুনছি । 
টেবিলে ছড়িয়ে থাকা বই থেকে প্রিয় বারীণ দাও কথা বলে উঠছে ....
কবিতাটা ঠিক করে লিখে যাবার কথা 

একটু পরেই কাক ডাকার শব্দে বুঝতে পারলাম উঠে পড়তে হবে ।  ছাত্ররা অপেক্ষা করছে ।  একটা বৃত্তের ভিতর মেধা ও মনন ঘুরপাক খেতে থাকে ।  কোথাও যেন ছন্দ কেটে গেল ।  টিভির স্ক্রীনে বারবার ভেসে উঠছে সেনা কনভয়ে জঙ্গি হানায় মৃত্যুর খবর ।  জওয়ানাদের মৃত্যু ও স্বদেশ প্রেম আরো একটা যুদ্ধের ইঙ্গিত বয়ে আনছে ....
ভূ স্বর্গ জ্বলছে .......
কবিতা লেখা হচ্ছে .....
গান লেখা হচ্ছে .......
ছবি আঁকছেন কেও কেও ....
সত্যিই আজ ভয় হয় এ কোন সকাল । 
তবুও সৃষ্টি জেগেই থাকে ......

ধন্যবাদান্তে 
শুভঙ্কর পাল 
সম্পাদক , কবিতা করিডোর 
ই মেইল :subhabrb@gmail.com
মুঠোফোন : ৯৯৩৩৭৭০৫৪১

No comments:

Post a Comment