সুকুমার হালদার
দুটি কবিতা
(১)
খাতা থেকে অন্তঃরঙ্গ দীর্ঘশ্বাস গড়িয়ে নামে
খাতা ভরে যায় অদৃশ্য জখম দাগে
শব্দগুলো কেবল ভেঙে যায়
কত যুগ ধরে চেষ্টা করে চলেছি
দাউ দাউ দূপুর
মিহি ঘন রাত
জুঁই ফুল ভোর
একই ফ্রেমে বাঁধব
কিন্তু কই...
অদৃশ্য জখম দাগে খাতা ভরে যায়
(২)
গাঢ় চাপ চাপ অন্ধকার
সারা আকাশ কালো মেঘে ঢাকছে
ক্রমশ আমার জন্মভূমি
ধর্ম সন্ত্রাসে ডুবে যাচ্ছে
No comments:
Post a Comment