প্রবীর রায়ের তিনটি কবিতা
------------------------------ ----
সাথী
-------
পলাশ একটি রোদ্দুরের নাম
প্রাপ্তবয়স্ক নয় কিছুটা ছেলেমানুষের মত
সদ্য ওঠা গোঁফে মাখে বসন্ত্রাগ
শাসন মানেনা বলে তার কোনও ঘর নেই
পথেই অপেক্ষা করে
মেয়েটির হাত ধরে চলে যাবে গ্রীষ্ম দাবদাহে
শহরমরমা
-------------
চারিপাশ যেন যে কোনও কৌতুকে সেজে আছে
হিহি হাট শহরের ঝলমল এমনকি মলের কথাও বলতে হয়
আঁতিপাঁতি খুঁজে কালাতিপাত বিকেল চমৎকার সন্ধ্যাদর্শন
সারিসারি জটাধারী হিল্লোলবোধে জড়িয়ে যাচ্ছে কাহারা কাহারা
জলজীবী
-------------
কয়েকমাত্র আকুতি ফুরিয়ে গিয়ে বলার কিছুই নেই
পাওনাগন্ডা গন্ডায় গন্ডায় গন্ডারসুলভ কঠিন চামড়া বেয়ে
জলও মসৃণ থাকেনা কর্কশ কথা বলে ফিরিয়ে দিল
বন্ধুর কাছে এসে বন্ধুরতা এইভাবে বোঝার কী পঠিত অভ্যাস
No comments:
Post a Comment