কুশল ইশতিয়াক এর দুটি কবিতা
❑ বিনয়ের ভূত
বিনয়ের ভূত আমাকে এসে বললো, আমি তো অবিবাহিত। তুই কেন তুমি কেন বিয়ে করছো? আমি বললাম, আপনি আমাকে তুই করে বলতে পারেন। বিনয় ফ্যালফ্যাল করে তাকিয়ে বললো, তা ঠিক আছে, কিন্তু তাতে তুই তো আর অবিবাহিত হয়ে যাবি না। এই বলে বিনয় প্রস্থান করলেন।
❑ মাতৃত্ব
অবহেলা করে চাঁদ; কেউ না বললেও এ কথা বুঝতে পারি। বসন্ত পত্রেরা উড়ে যায়, নক্ষত্র-শস্যের রাতে, হাওয়া নিচে খেলা করে হলুদ মাঠ। প্রকৃতির কাছে মানুষও কি ফল নয়, অথবা বীজ— যা ঝরে যায় অতিদ্রুত, পরিনত হবার আগে? যদিও সূর্যের সমীকরণ অনুসারে সবই ফল নয়, ফুলও কিছু থাকতে পারে মাঝে।
❑ বিনয়ের ভূত
বিনয়ের ভূত আমাকে এসে বললো, আমি তো অবিবাহিত। তুই কেন তুমি কেন বিয়ে করছো? আমি বললাম, আপনি আমাকে তুই করে বলতে পারেন। বিনয় ফ্যালফ্যাল করে তাকিয়ে বললো, তা ঠিক আছে, কিন্তু তাতে তুই তো আর অবিবাহিত হয়ে যাবি না। এই বলে বিনয় প্রস্থান করলেন।
❑ মাতৃত্ব
অবহেলা করে চাঁদ; কেউ না বললেও এ কথা বুঝতে পারি। বসন্ত পত্রেরা উড়ে যায়, নক্ষত্র-শস্যের রাতে, হাওয়া নিচে খেলা করে হলুদ মাঠ। প্রকৃতির কাছে মানুষও কি ফল নয়, অথবা বীজ— যা ঝরে যায় অতিদ্রুত, পরিনত হবার আগে? যদিও সূর্যের সমীকরণ অনুসারে সবই ফল নয়, ফুলও কিছু থাকতে পারে মাঝে।
No comments:
Post a Comment