শুভদীপ ঘোষের কবিতা
ন্যারেটিভ কাল্পনিক চরিত্র
------------------------------ -------
নদীর বুক থেকে হারিয়ে যাচ্ছে
সকাল বেলার ভোর
ডুব সাঁতারে চাঁদের সিঁড়ি
ভরিয়ে দিচ্ছি স্কুলের খাতা
একলা নদীর আত্মকথনে
প্লে-স্টোরে স্কোর করছে শৈশবের আঙুল
এভাবেই আমাদের ভিতর মৎসকন্যার দেশ
বড্ড ন্যারেটিভ হয়ে পড়ছে কাল্পনিক চরিত্রের
রাজপ্রাসাদ।
No comments:
Post a Comment