Monday, February 25, 2019

লক্ষ্যভেদ 
নির্মাল্য ঘোষ 


একটু একটু করে যন্ত্রনার 
উল কাঁটা দিয়ে শুরু করেছি 
সমঝোতার নিপুণ সোয়েটার 
বোনা...

হাসির ট্যাবলেট খাচ্ছি 
প্রতিদিন সকাল বিকেল 
রাত্রে মস্তিষ্ক দিয়ে একটা 
দুটো করে..

হৃদয় দিয়ে ব্যবসা আর 
মস্তিষ্ক দিয়ে প্রেম করার 
চেষ্টা চালিয়ে যাচ্ছি 
অবিরত...

আমার ভুল বানানের নাম 
আর বাঁকাচোরা ছবিটা 
কেউ দেখার নেই আর
গমগম করে কবিতার কথা 


কেউ বলবে না আর ভিন্ন ভিন্ন স্বরগ্রামে...

সবাই ব্যস্ত রিং মাস্টারের হাত ধরে 
যুগোপযোগী হওয়ার মীনাক্ষ লক্ষ্যভেদে..

No comments:

Post a Comment