Friday, August 30, 2019

কবিতা করিডোর 
আগস্ট সংখ্যা , ২০১৯
সম্পাদক :শুভঙ্কর পাল 
উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক : রাজেশ চন্দ্র দেবনাথ
প্রচ্ছদ ও নামাঙ্কন : সমীরণ ঘোষ 

সম্পাদকীয় :


তুমি না হয় পাতাদের গল্প লিখবে ! গল্পের ভেতর শব্দকে সত্যই কী বাদ দেয়া যায় ।  শব্দ কী হাওয়ার শরীর । ওর ঘামের ভেতর অনেক গন্ধ লুকিয়ে থাকে ।  সেই গন্ধের ভেতর কতো চাপা কান্না আবার হুল্লোর লুকিয়ে রেখেছো সযত্নে ।  এতো সব আবোল তাবোল ভাবলে চলে ।  এ যে গাঁজার সুখ টান । সুখে রাজা সেজে বসে থাকা ।  সত্যি বলছো শব্দ অর্থহীন ।  এতো কাল জেনে এসেছি শব্দ ব্রহ্ম ।  অসীম , অনন্ত এক শক্তির আঁধার ।  অথচ আজ নৈঃশব্দের কথা বলবো বলেই এই আয়োজন ।  এই নৈঃশব্দ শব্দটিই আমার কাছে সোনার পাথর বাটি । শব্দ আছে বলেই তার বিপরীত ভাবার একটা প্রচেষ্টামাত্র ।  তবে এই কথা ঠিক মানুষের সাব কানসাস মনের গভীরে জন্ম নেয়া যে শব্দগুলো জীবনানন্দ বা তেমন কারো নির্জনতা চায় তখন তা শব্দকে অতিক্রম করে শব্দাতীত হয়ে উঠে .....আর এই হয়ে ওঠার মধ্যদিয়েই সাহিত্যে জন্ম নেয় ॥ 
                                ধন্যবাদান্তে 
                               শুভঙ্কর পাল 
যোগাযোগ : subhabrb@gmail.com
মুঠোফোন :9933770541

No comments:

Post a Comment