Friday, August 30, 2019

ডায়েরি 
নীলাদ্রি দেব


আমাদের পদক্ষেপে আর কোন শব্দ হয় না এখন
গতি ও শব্দহীনতা নিয়ে বিতর্ক সভার মাঝে বিজ্ঞাপন

তরুণ শিকারির হাতে রং মশাল
                                     ভাবতে পারিনি
ভাবতে পারিনি, দেশে দেশে ধর্মের চাষ
তবুও ভেঙেছে নদী, ভেসে গেছে পাহাড়ের ঢাল

সমস্ত আঙুল আজ মানুষের দিকে
পৃথিবীর অনন্ত বেসুরো গান বেজে যাচ্ছে বুকের ভেতরে
চুপ ও চিৎকারের মাঝে
                    থেকে যাচ্ছে অমীমাংসিত অন্ধকার

No comments:

Post a Comment