Friday, August 30, 2019

নৈঃশব্দ  ছিন্ন করে
শুভঙ্কর পাল 



তারাহীন আকাশে শরীরী উটের গ্রীবা পেড়িয়ে যাচ্ছে জংশান
মুখোশের আড়ালে দারুচিনি দ্বীপের ভিতর
বিন্দু বিন্দু ফসফরাসের জোনাকি
তলোয়ারের খাপিখুলে  আল দেওয়া ধানক্ষেত
আর চোখে ছাই রং মেখে দিয়ে হারিয়ে যাচ্ছে হ্রদ
দৃশ্যত পাহাড় ডিঙিয়ে এসেছি রেখাচিত্রের নিস্তব্ধতায়
উলঙ্গ পাখিদের লেজে নৈঃশব্দ  ছিন্ন করে
এক ঝাঁক জানালা উঠে এল হাটু জলে
তেষ্টা মেটাচ্ছে চাঁদের কুসুম , খোলসহীন শামুকের দেহে
না , কেউ নেচে উঠেনি মৃতের স্তূপ ঠেলে
অন্যেরা মাতাল ঘুমে কিংবা রাজার আমলের গল্প শুনতে বসেছে-
ভোরের পিরামিডের গল্প
বাগান সাজিয়ে রেখেছে ভোরের প্রতীক্ষায়
বাদামী কিংবা বেগুনি-হলদে নামহীন ফুলে
আর শ্যাওলা ধরা দেয়ালের আড়ালে তাড়াতাড়ি মুখোশ বদল হয়ে গেল ।

No comments:

Post a Comment