Wednesday, May 2, 2018

     একটি অবনী চাই
                          অভিজিৎ মহন্ত ll

শহর.... মফস্বল... নদীচরে...
             একটি অবনীর মতো অবনী চাই ...
 হাড়-মজ্জা থেকে যারা ইতিহাস হয়ে গেছে
           তাদের রক্তে একটি অবনী চাই ,
 শুন্য দশকের যে সব গাছ পাতা ঝরিয়ে বড় হচ্ছে -
             তাদের কোশে একটি অবনী চাই l
 ধুতি-পাজামার খোলস ছাড়িয়ে
           ছুটে চলেছে ট্যাবলেট… স্মার্টফোন
                   ছুটে চলেছে কুর্তি ... টি-শার্ট.... ।

রোজ রাতে জ্যামিতি ভুল করে প্রবেশ করে সাহিত্যে
             বিনয়-গায়েত্রী দিশাহীন সন্তরণ
টরিসেলির শূন্যস্থান পূরণের মাটি থেকে জন্ম নেয় কবর
      তার উপর নিমগাছের মতো দাড়িয়ে রয়েছি আমরা.....!
যেকরেই হোক এদশকে একটা অবনী চাই....
         অবনীর মতো অবনী চাই;   
যে রোজ রাতে শুন্য চৌকাঠে এসে
               শেকল নাড়িয়ে বলবে ....
                           শক্তি…….! বাড়ি আছো..... ll

No comments:

Post a Comment