Monday, February 25, 2019


মণীদীপা নন্দী বিশ্বাস 

কথা থেকে যায়
-------------------------
বিষন্ন অন্ধকার থেকে বার বার উঠে আসে হ্রেষা
তখন রূপকথার দেশে যাই,লালমাটি ছুঁয়ে আসি
সোনালি চুলের ধারে আপামর জনতার গান
মিলে মিশে বন্ধুর গাছের কাছে দুহাত পাতি,অবসন্ন
এখন সময় নুড়ি পাথরে ঢেকে আছে জলেদের গান
শীত নামে নামতে থাকে ধূলো বালি মেশে আকন্ঠ
আর্তিতে ঘন্টা বাজে একাকী বিগ্রহ বড় গোপনে
ডেকে নেয় ভক্তকুল তবু কথা থাকে বুকের ভেতর
অনন্ত জলদে...টিলা পেরিয়ে চলি শ্রুতিতে ধরেছি
সুর আর কথা কথা গল্প বিনুনী..রূপকথা খুঁজি

ঢেকে দিয়েছি গোপনতা ঢেকেছি মন কেমনের ঘর
কেমন করে বুঝে নাও হাতের পেলবতা বলে অনুচ্চার
কিছু শব্দ সে গভীরতা বোঝে তোমার আমার...চল
খুঁজি নতুন গহ্বর পাতি শয‍্যা,খুঁজি ঘর কথা চাষ করি

No comments:

Post a Comment