Monday, July 8, 2019

প্রবীর রায়ের দুটি কবিতা
-------------------------

বিচারসভা

উষ্ণ এই ঝোড়ো দিনেও ক্যালেন্ডুলা ফুটে আছে
বিশ্বাস কি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই বাগানের আমার প্রতি

শুকনো নিমপাতা যেমন ছড়িয়ে তেতো করতে চাইছে মাটি
মনে করিয়ে দিতে চাইছে অনুকীটদের সাথে তার বোঝাপড়া
নাকি শুধু আমার জন্যই
সূর্যমুখী না ফোটার জন্য ভুল ব্যবহার
দোষী রয়ে গেল পাতায় পাতায়
সবই ঠিক ছিল শুধু আমার ভ্রান্তচালনা

একাল বৈশাখী

করজোড়ে অমঙ্গল জানিয়ে যাচ্ছে নতুন পরিচয়
চৌকাঠের চল ছিল অতীতের চালাঘরে
সে সব ডিঙিয়ে যাবার মত সতর্কপ্তা নেই আর
অনায়াসে হাত পেতে নেওয়ার আলাপ
দুচারটে কথায় শেষ হয়েও হয়না
বেশ আছি বললেই ভেঙ্গে পড়ে পুরনো ঘরবাড়ি

1 comment: