Monday, June 15, 2020

বাসা 
   নীলাদ্রি ভট্টাচার্য

              
                
যোগাযোগহীন আলপথে পরিপূর্ণ হোক নিরন্তর বৈশাখের গায়ের রঙ 
আরও দূরে অবাধ্য হৃদয়ের শেষভাগ  নীমপুষ্পের আপোসে ঘুঘু


অন্নহীন ডাক 
আগুনি মায়া পরম দুপুর উনান 
খুব কাছাকাছি ব্রত স্নেহের গৃহ জল

তারপর বর্ষা......অন্তর পশলা ডাঙা..শব্দ....এক বাদল ঘন মাধুকরী।

No comments:

Post a Comment