Monday, June 15, 2020

শতানীক রায় 


পৌরাণিক পদ্ম নেই  

বৃষ্টি নিয়ে আমাকে কেউ ভাবতে বলছে না এতে অবশ হলাম। সকালে হাওয়া দিশাহারা হয়েছে। মানুষ আর লবণের কারিগর তুমি। হঠাৎ করে উদয় হও আর মিলিয়ে যাও। পৌরাণিক পদ্ম নেই। গন্ধ নিয়ে যারা খেলা করে তাদের গান সম্পর্কে অদ্ভুত বিরাগবোধ কাজ করে। কাজ করে সূর্যের প্রার্থনা। আরাম। গ্রহণপর্বের এই কথাগুলো জানেন কবি। কবির ওজনহীন অবস্থা না শেষ হওয়া গানের মতো যত ছুঁতে যাই ততটাই দৃশ্য ভেঙে গলে যায়



আকস্মিক একটা বাড়ি 

কলোরাডো নদীর তীরে আকস্মিক একটা বাড়ি অদ্ভুত বড়ো হয়ে উঠেছে। প্রাচীন অর্জুনগাছ একটা প্রাচীন ওকগাছকে ঘিরে রাখে। একটা আলোহীন বিষাদ একজন মানুষকে আলোকিত করছে। তাকে কলোরাডো বুঝতে শেখাচ্ছে গাছ আর শরীরের পার্থক্য। পার্থক্য তাকে শেখাচ্ছে শরীর সম্পর্কে। কলোরাডো নদী কখনো ওকগাছ হবে না। অর্জুনগাছ কখনো শুধু শুধু নদী হবে না

6 comments:

  1. জা তি স্ম রJune 15, 2020 at 10:30 AM

    বাহ। ভালো লাগলো

    ReplyDelete
  2. 'গন্ধ নিয়ে যারা খেলা করে তাদের গান সম্পর্কে অদ্ভুত বিরাগবোধ কাজ করে'

    'একটা আলোহীন বিষাদ একজন মানুষকে আলোকিত করছে'

    খুবই ভালো লাগলো।

    ReplyDelete
  3. দারুণ।। বিশেষ করে দ্বিতীয় কবিতাটা।। এটার একটা জাদুবাস্তবতার টান আছে যেন।। প্রীতমদা

    ReplyDelete
  4. খুব ভালো লাগলো দুটো কবিতাই।
    তবে দ্বিতীয় কবিতাটা বেশি ভালো লাগলো।

    ReplyDelete
  5. বেশ ভালো লেগেছে।

    ReplyDelete
  6. গ্রেট ভিশন! দৃশ্য আর স্ট্রাকচারাল স্লাইড অপূর্ব করে তুলেছে কবিতা দুটোকে।

    ReplyDelete