Monday, June 15, 2020


নীলবর্ণ ছুরি
দেবাশিস মুখোপাধ্যায়

জ্যোৎস্নার গায়ে  বোরোলিনের গন্ধ
রাত্রি একটা ভালো লাগা নিয়ে
গান গায় ছাদে
টুপ করে পাতা নামে কবিতার
আইশোলেশন শব্দ মুছে স্মৃতির ভীড়
ভিড়ে যাচ্ছে নৌকা জঙ্গলের কিনারে

সেলাই হবে না এসব কিছুই
অর্ধেক অন্ধকার যখন
রাক্ষুসীর গল্প শোনায়
আরেক অন্ধ লেখে একটি আকার

যা আছে তা চেনা নয়
চোখের হাসির উপর
খিল দিতে নেমে আসছে নীলবর্ণ ছুরি

২.
পুনর্জন্ম


পৃথিবীর অসুখ বলে
সে ক্রমশ ম্রিয়মান
এতো এতো রসালো ফলের সমাহারে
লিখে রাখে মৃত প্রজাপতির কাহিনী

স্রোত চিনি
বিপরীত রূপটিকেও
সুর আসার পর
নদীর প্রেমে ভেসে যায় তার শুখা দেহ

জন্ম আবারো ঘ্রাণ পায়
এ সুবাস মৃত্যুর নয়
অসংখ্য নষ্ট কবিতার পর
একটি সফল উল্লাস বলে জেগে থাকে বৃক্ষশরীরে

৩.
ধোয়া


হাত ধুয়ে ফেলছি প্রতিদিন
গন্ধ ভাসছে সাবানের
ফেনার সঙ্গে
শরীর স্পর্শ করে উড়ে যাচ্ছে
এক কাল্পনিক আকাশে
যা তৈরি করতে অনেক সময় লেগেছিল
চার দেয়ালের ভিতর
কত গোপন কত অন্ধকার
কত আলোলিকার কথা
ফুরতে চায় না
মাঝে একটা শৈশব ফিরে এসে
ছবি দেখায় দোলনার 
দুলতে দুলতে একটা গাছ
ডালে ডালে পাতায় 
লাফ মারছে ডানাওয়ালা পরি
ধরা পড়ছে না কিছুতেই

No comments:

Post a Comment