Monday, October 26, 2020

 প্রবীর রায়ের দুটি কবিতা



------------------------------

জবানবন্দী
-------------

এতকাল যা লিখেছি সবই ছিল ভূমিকা
এবার শুরু করব

কিছু বর্ণ তাদের জায়গা বদল করেছে
কিছু শব্দ উঠে আসতে চাইছে সামনে
এইসব তোমরা মেনে নেবে কিনা
না বুঝেই তৈরি হচ্ছে সংলাপ

নীতিবহির্ভূত কথা
---------------------

আমি যা-ই বলি
তোমাদের এরকম মনে হয়
সংসদ যারা ভারী করে রেখেছে
তাদের ওপর দিয়েই পাখিদের নীরবতা
উড়ে এসে বাসা বাঁধল এইখানে
আমার খুব কাছে
আজ নীতিকথা এভাবে বলার মত নয়

No comments:

Post a Comment