ফুটো থালায় স্তব্ধ ভাষা
শিপ্রা পাল। (লাভলী)
নিরন্ন যন্ত্রণার নুখ, ধর্ম মানে না- মানে না দেশ——
পৃথিবীর এখন দারুণ অসুখ, কর্মহীন বুকে আকাশ ভাঙে
হাতকড়ি পেটে, নিয়ম ভাঙার শেকল পায়ে আগুন জোছনায় চাঁদ!!
ডানা ঝাপটানো রোদ, আছড়ানো ঢেউয়ে দুর্ভিক্ষ শ্বাস
বৃষ্টির ধারায় মাটিকে ছুঁয়ে ফসল-শস্য থেকে ওঠে আসা নোনা জল
পথে-প্রান্তরে ছাউনিহীন চোখে শুধু শূন্যতার হাহাকার!!
ক্ষুধার ফুটো থালায় স্তব্ধ ভাষা——
এখানে আবেগ বিলাসিতার মখমলেে মোড়া উদাসীন
সবকিছু পোড়ে, প্রেমহীন কামড়ে সহবাস!!
No comments:
Post a Comment