সু দী প্ত মা জি
সাপলুডোর ভারতবর্ষ
নিতান্ত দৈবের বশে সাপের সহজ মুখ থেকে তুমি
একদানে সরে গেছো লেজের ডগায়...
আঃ, কী নিঃসীম শান্তি — ভেবে তাকিয়েছো ওই
শীর্ষদেশে, মইয়ের চূড়ায়
যেখানে দেশের মাত্র তিন শতাংশের মতো
প্রকৃত মানুষ বাস করে !
উচ্ছিষ্ট ফেলে দেয় তারা কৃপাভরে —
লেজের ডগায় বাঁচা খণ্ড খণ্ড মানুষের
প্রতিদিন ক্ষুন্নিবৃত্তি হয় !
লেজের ডগায় বাঁচা লোকজন তারপর ভাবে, আহা,
এখনও সাপের মুখে পড়িনি তো ভাগ্যধর
আমরা কজন !
তিন বর্ণে আঁকা, আহা, আমার পতাকা
অন্তত দু'বার তাকে নমস্কার করে ফি বছর
পুষ্প ও প্রসাদ সহ, গৌরবের গান সহ
বাতাসে ওড়াই...
এইভাবে বাঁচি আর এইভাবে মরি প্রতিদিন
এইভাবে মরে গিয়ে বেঁচে যাই হঠাৎ একদিন !
বিজয়গৌরব নিয়ে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র
তূর্যনাদ করে...
No comments:
Post a Comment