Monday, October 26, 2020

 গুঁড়ো পাকস্থলী 

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 



অন্ধকার স্রোতে সারা শরীর ক্রমে দড়ির মত পাকিয়ে যাচ্ছে, ওদের ৷

 প্রতি রাতে উপোসী চাঁদ আর কাঙাল নদীটা মাধুকরী করে৷

 ছাল ওঠা মাটির বুক থেকে সব অমৃত শুকিয়ে গেছে ৷ 

নিভন্ত চুল্লীর ছাই থেকে হাহাকার উঠে আসছে ৷

ভাতের দানাগুলোয় দুঃস্বপ্নরা মাখামাখি হচ্ছে ৷

রক্তের স্রোত ক্রমে জলের মত পাতলা হচ্ছে ৷ 

শ্মশানের শূণ্যতা মেখে জনপথ, ক্ষেত, ঘরবাড়ি ৷

বুভুক্ষু মানুষেরা একে একে সীমানা পেরোচ্ছে ৷ 

ওদের দুদিকের ডানা পুড়ছে, পুড়ছে হৃৎপিন্ড, ফুসফুস ৷

নিরন্ন পাকস্থলীগুলো ক্রমে গুঁড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বুকে,

একদল পরজীবী তা চেটেপুটে খাচ্ছে ৷

যুগ যুগ ধরে ওরা এইভাবেই বেঁচে আছে-

উপবাসী মানুষের পাকস্থলী, অস্থি, মজ্জা চিবিয়ে খেয়ে ৷  

ভবিষ্যতেও বাঁচবে, সভ্যতার শেষদিন পর্যন্ত বাঁচবে, এই ভাবেই ৷

আর অনাহারী মানুষগুলো, পেটে গামছা বেঁধে যুগযুগ ধরে ওদের খাদ্য হয়ে উঠবে প্রতিনিয়ত ৷



No comments:

Post a Comment