Monday, October 26, 2020


 উপেক্ষিত খিদে

বাবলি সূত্রধর 


টিলার আকাশ থেকে গলে পড়ে 

চাঁদ।শাল মহুয়ার বিস্তীর্ন প্রান্তরে

ফুলমণির বন্ধ্যা যাপন। 

জ্যোৎস্না মাখা শিমূল ফুলে

উপচে পড়ে বন্য খিদে....। 

রঙীন রাতের পাতায় লেখা হয় 

ধামসা মাদলের ইতিহাস! 

ফুলমণির পেটে তখন ভাতের 

গন্ধ ব্রাত্যই থেকে যায়।

টিলার আকাশ বেয়ে গলে পড়ে 

খরখরে ভাত আর উপেক্ষিত খিদে।

No comments:

Post a Comment