স্বপ্নপরাগ
এক
সোমা সাহা পোদ্দার
পাতার মার্জিন ছুঁয়ে রোদের খেলা ।
স্বপ্নপরাগ মিশিয়ে যোগ হবে নব জন্মের
রঙ বেরঙের মেহেক ঢেলে রেখেছ আশ্রয়ে
শব্দ গুছিয়ে না বলারা এভাবেই থাক।
অচেনা শব্দে লেখা হয় জেগে থাকার অভ্যেস
সরু রেখায় চাঁদ আরি পাতে ক্ষুধার জানলায়
ঘুমের ভেতর আসা যাওয়া করে আলোখানি
গভীর রাত খুলে এখনও বাকি হাঁটা
উড়ে যায় রাত পাখি দূরের সহজতায়
নরম আলোয় নিঃশব্দ বয়ে নেয়
শুধু দৃশেরা মৃদু কাঁপে আগের মতো করে।
দুই
তুমি তো ক্ষুধার সূচক সরিয়ে মুক্ত হতে চেয়েছিলে ?
সীমাহীন ক্ষুধায় মুচড়ে ওঠে কোণ
কোষে কোষে ছড়িয়ে পরে তার বীজ
হাত ধরাধরির ক্লান্ত পথ তবু এগোয় ঝাপসা চলন মেখে
পোশাক বদল হয় ফেরিওয়ালার
ফেরিওয়ালা ক্ষুধা ফেরি করে আর কেউ তা কেনে
উড়াল খুলে রাখি প্রতিদিন বাড়ার জন্যে
না দেখারা আরও তীব্র হয় স্বপ্নক্ষুধায়।
No comments:
Post a Comment