আদিতম স্বর
শুভঙ্কর পাল
যখন ভবিষ্যৎ শব্দের ভিতর হেঁটে যাই
আদিতম স্বর পেড়িয়ে আসি প্রথম অক্ষরের কাছে
যখন নীরব শব্দের ক্ষেতে ফসল ফলাই
আমি আসলে শব্দের ফসিল পোড়াতে থাকি
যখন শব্দেরা আমাকে হারাতে থাকে
আমি দেখি অনুভবের জানালায় আদিতম স্বর জেগে থাকে ।
' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Da nice
ReplyDelete